Hooghly

Mar 10 2023, 17:22

বকেয়া ডি এ এর দাবীতে ধর্মঘটে সামিল স্কুলের শিক্ষকরা


হুগলি: বকেয়া ডি এর দাবীতে ধর্মঘটে সামিল স্কুলের শিক্ষকরা,ছাত্র পড়িয়ে স্কুল চালু রাখলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি,মিড ডে মিলও পেল পড়ুয়ারা।

বৈঁচী বিহারী লাল মুখার্জী উচ্চ বিদ্যালয়ের মোট ২৪ জন স্থায়ী শিক্ষক আছেন।তারা ধর্মঘটে সামিল হয়ে আজ স্কুলে আসেননি।

শিক্ষকরা ধর্মঘট করবেন, গতকাল স্কুল পরিচালন সমিতির সভাপতি সুনীল মুখার্জীকে মৌখিক ভাবে জানিয়ে দেন শিক্ষকরা।আজ স্কুলে পড়ুয়ারা এলেও শিক্ষকরা আসেননি।আংশিক সময়ের চারজন শিক্ষক আসেন স্কুলে।তাদের নিয়ে পরিচালন সমিতির সভাপতি পড়ুয়াদের পড়ানো শুরু করেন।সভাপতি বলেন,শিক্ষকরা বলল ধর্মঘট করবে।আমি বললাম স্কুল চালু থাকবে এবং মিড ডে মিলও হবে।

সেই মত অস্থায়ী শিক্ষকরা তাদের সাধ্য মত ক্লাস করেন।আমিও কয়েকটা ক্লাস নিয়েছি।আগে শিক্ষকতা করতাম।অনেক দিনের অনভ্যাসে কিছুটা ভুলে গেছি।তবে যা জানি তাই পড়িয়েছি।
ডি এ র দাবী করতে পারেন না অস্থায়ী শিক্ষকরা।তারাও ক্লাস নেন।অস্থায়ী শিক্ষক অর্পন মল্লিক বলেন,স্কুলে পড়ুয়ার যে সংখ্যা সেই অনুপাতে শিক্ষক আসেনি তাই সমস্যা হচ্ছে।তবে আমরা চেষ্টা করছি ক্লাস চালু রাখার।

প্রধান শিক্ষক প্রবীর কুমার কুমার ফোনে জানান,ধর্মঘট সমর্থন করে আমরা শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা কেউ স্কুলে যায়নি।পরিচালন সভাপতি এবং আংশিক সময়ের শিক্ষকরা স্কুলে ক্লাস করিয়েছেন শুনেছি।মিড ডে মিলও চালু আছে।

Hooghly

Mar 10 2023, 15:02

সিপিএমের ধরনা মঞ্চ দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


হুগলি সিপিএমের ধরনা মঞ্চ দখল করে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে সিপিএম পথ অবরোধ শুরু করলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায়।অভিযোগ অস্বীকার তৃনমূলের।

শুক্রবার বকেয়া ডি এ'র দাবীতে যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটকে সমর্থন জানিয়ে সিপিএম পান্ডুয়া বিডিও অফিসের সামনে ধর্না মঞ্চ তৈরি করে।

সিপিএম এর অভিযোগ ওই মঞ্চ রাতের অন্ধকারে তৃণমূল দখল করে নিয়ে তৃনমূলের পতাকা লাগিয়ে দেয় এবং নিজেদের মঞ্চ বলে দাবি করে। পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেনের অভিযোগ, ধর্না মঞ্চ রাতের অন্ধকারে তৃণমূলের পক্ষ থেকে দখল করে নেওয়া হয় এবং আমরা ধর্না মঞ্চে যাওয়ার আগেই সেখানে তৃণমূল কংগ্রেসে কর্মীরা উপস্থিত হয়ে যায়। অন্যদিকে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, রাজ্য সরকারি কর্মীরা যাতে সুষ্ঠুভাবে পান্ডুয়া বিডিও অফিসে প্রবেশ করতে পারে তার জন্য আমরা এই ধর্না মঞ্চ তৈরি করেছি।

মঞ্চে শুধু তৃনমূলের পতাকাই আছে সিপিএম এর পতাকা নেই। এর প্রতিবাদে পান্ডুয়া শশীভূষন সাহা উচ্চ বিদ্যালয়ের সামনে জি টি রোডের উপর রাস্তা অবরোধ শুরু করে সি পি এম। পুলিশ গিয়ে অবরোধ হঠানোর চেষ্টা করলে পুলিশের সাথে সিপিএম নেতা কর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।

প্রায় ৩০ মিনিট ধরে চলে জি টি রোড অবরোধ।

বেশ কিছুক্ষণ পরে সিপিএমের ধর্না মঞ্চ তৃনমূলের ছেড়ে দিলে সিপিএম এর পক্ষ থেকে অবরোধ তুলে নিয়ে তাদের ধর্না মঞ্চ পুনরায় দখল করে।

Hooghly

Mar 10 2023, 14:59

চলন্ত ট্রেন থেকে পড়ে জখম এক যুবক


হুগলি :চলন্ত ট্রেন থেকে পড়ে জখম এক যুবক। শুক্রবার হাওড়া বর্ধমান মেন লাইনে বেলার দিকে বৈচিগ্রাম ও বৈঁচি রেল স্টেশনের মাঝে পড়ে যান তিনি। জখম যুবককে উদ্ধার করে স্থানীয় হকাররা তাকে বি এল মুখার্জি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, হাওড়া বর্ধমান লোকালে বর্ধমানের দিকে যাচ্ছিলেন ওই যুবক।

সেই সময় সম্ভবত তিনি ঘুমিয়ে পড়ার কারণেই ট্রেন থেকে পড়ে যান, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। ফোনের মোবাইল নম্বরে ফোন করে পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে পুলিশ। ওই যুবকের বাড়ি পান্ডুয়ার গোলাগুলি এলাকায়। যুবকের নাম দুখু ক্ষেত্রপাল। প্রাথমিক চিকিৎসার পর তাকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Hooghly

Mar 10 2023, 12:11

বকেয়া ডি এ র দাবিতে রাজ্য সরকারী কর্মচারীদের বনধে আন্দোলন


হুগলি : বকেয়া ডি এ র দাবিতে রাজ্য সরকারী কর্মচারীদের বনধে সকাল থেকেই বেশ প্রভাব পড়লো হুগলীর সরকারি দপ্তর গুলিতে। হুগলীর চন্দননগর আদালত, চুঁচুড়ায় শিক্ষা দপ্তরের সামনে পিকেটিং করলেন বনধ্ সমর্থনকারীরা। চুঁচুড়া আদালত চত্বর ও তার ব্যাতিক্রম নয়।

কোথাও বিজেপির পতাকা হাতে দপ্তরের সামনে পোস্টার সাঁটতে দেখা গেল বনধ্ সমর্থনকারীদের। আদালতের সামনে পিকেটিং করে বনধ্ সমর্থন করার আহ্বান জানালেন বনধ্ সমর্থনকারীরা। রাস্তাঘাট দোকান বাজার থাকলেও মূলত এই বনধে সারা পড়েছে সরকারি দপ্তর গুলিতেই।

Hooghly

Mar 10 2023, 12:03

বেআইনি বালি বোঝাই ডাম্পার আটক


হুগলি: চালান ছাড়াই বেআইনি ভাবে চলছে বালি বোঝাই ডাম্পার।রাস্তায় আটক তিনটি ডাম্পার।

বৈদ্যবাটি তারকেশ্বর রোড দিয়ে চলছে ওভার লোডশেডিং বালি।যার ফলে ক্ষতি হচ্ছে রাস্তার পাশাপাশি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার।বেআইনি ভাবে বালি নিয়ে যাওয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে গত কাল জানিয়েছেন পরিহবন মন্ত্রী।

আজ সকালে বৈদ্যবাটি তারকেশ্বর রোডে সিঙ্গুর থানার চাঁপসারা এলাকায় ভূমি রাজস্ব দপ্তর থেকে অভিযান চালানো হয়।তিনটি বালি বোঝাই ডাম্পার আটক করে যেগুলোর কোনো রোড চালান ছিল না।একটি ডাম্পারের চালান থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।

চন্দননগর মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারীক অরূপ বিশ্বাস বলেন,আটক ডাম্পারের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা হবে।জরিমানা করা হবে।

সেখ বারিক নামে এক ডাম্পার চালক বলেন,বর্ধমানের পালসিট থেকে বালি নিয়ে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে যাচ্ছিল।তাড়া থাকায় রোড চালান কাটা হয়নি।ভোর বেলায় বেরিয়েছিল ডাম্পার গুলো।রাস্তায় কোনো জায়গায় পুলিশও আটকায়নি।বিরোধীদের অভিযোগ এভাবেই বেআইনি ভাবে বালি পাচার চলছে রাজ্যে।

Hooghly

Mar 09 2023, 20:54

হুগলির খানাকুলে বিরোধী দলনেতা শুভেন্দুর সভা


হুগলি:সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের চাঙ্গা করতে এবং সংগঠন কে মজবুত করতে জনসভা করেন হুগলির খানাকুলে।খানাকুল থানার নতিবপুর ভূদেব বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে এই জনসভা হয়। মঞ্চে উঠেই তিনি দুই শহীদ বিজেপি কর্মীর প্রতিকৃতিতে মাল্যদান করেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই শাসক দল তৃনমুল কংগ্রেস ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, দুই বছর পর খানাকুলের নতিবপুরে বিরোধী শক্তি রাজনৈতিক কর্মসূচি করলো।২০১১ সালের বিধানসভার পর এখানে জঙ্গলের রাজত্ব কায়েম করে। এখানে মমতা ব্যানার্জীর দলদাস পুলিশ কি করে, তা দেখে নিয়েছি।

লোকসভার ভোটে যে কটা সিট হেরেছি।তার মধ্যে এই আরামবাগ রয়েছে।আড়াই হাজার ভোটে গায়ের জোরে জিতেছে।২০২৪ সালে সুদে আসলে তুলে নেবো।পাশাপাশি তৃনমুল সাংসদ অভিষেক ব্যানার্জীর নাম না করে বলেন,তোমার দেখা নেই রে, তোমার দেখা নেই। এরপরই স্থানীয় উপপ্রধান নুর আলম প্রসঙ্গে বলেন,এখানকার উপপ্রধানবাবু তোমার থেকেও বিরাট মস্তান ছিলেন কেষ্ট।বীরভূমের প্রধানমন্ত্রী।

সেই কেষ্টর কি অবস্থা। ইডি দপ্তরে গিয়ে বলছেন,বাংলা জানি না, ইংরাজি জানি। কোথায় গেলো চরাঙ চরাঙ।কোথায় গেলো নকুলদানা।খানাকুল দুইয়ের পাতি গুন্ডারা সাবধান।স্থানীয় তৃনমুল নেতা সাকিমকে বালি চোর বলে কটাক্ষ করেন।বালি চুরিতে পুলিশের ভাগ আছে বলেও মন্তব্য করেন।অপরদিকে সংখ্যালঘুদের নাম না করে বলেন,মমতা টুপি পড়িয়ে ভোট নিয়েছে।আর ফুরফুরার নওশাদের টুপি ধরে টেনেছে।

অপরদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্নের উত্তর দেন।গভীর রাতে ইসলামপুরে তৃনমূলের জেলা সভাপতি ও বিধায়কের গোষ্ঠী সংঘর্ষের জেরে বোমা গুলি।গুলি বোমায় নিহত বিধায়ক ঘনিষ্ঠ নেতার ভাই সিভিক ভলেন্টিয়ার।অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।অভিযোগ ভিত্তিহীন দাবি করা হয়েছে। এই প্রশ্নের উত্তরে বলেন,টাকা পয়সার ভাগবাটোয়ারা, এলাকা দখল নিয়ে যে লড়াই,ওখানকার যে এমএলে আছেন,বর্ষীয়ান করিম চৌধুরী সাহেব,তিনি যে রিপোর্ট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।সেই বিষয়ে করিম সাহেবই উপযুক্ত ব্যক্তি যিনি প্রতিবাদ ও সমাধান করার।নওশাদ প্রসঙ্গে, নওশাদ সিদ্দিকির সাথে আমাদের রাজনৈতিক ভাবে বিরোধী আছে।তবে ওনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সর্বৈব মিথ্যা।পাশাপাশি কুন্তল ও ঘনিষ্ঠদের ৭৫ টি অ্যাকাউন্টের মাধ্যমে নিয়োগ দুর্নীতির টাকা লেনদেনের খোঁজ মিলেছে ইডির।

এই বিষয়ে বলেন,তদন্তের গতিপ্রকৃতি ঠিক জায়গাতেই যাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে বেশিকিছু বলবো না।তবে পাতালের ভিতরেও টাকা পয়সা যদি লুকিয়ে রাখে সেটা খুঁজে বের করতে ইডি জানে।এমন কি নিয়োগ দুর্নীতিতে অভিনেতা বনি সেন গুপ্তের যোগ নিয়ে বলেন, অভিনেতাও আইনের আওতায়। আইন সবার জন্য।ধর্মঘট নিয়ে রাজ্য সরকারে কড়া নির্দেশ প্রসঙ্গে বলেন,নোটিশ দেবে,শো কজ করবে, ওই পযন্তই।বেতন কাটলে,দমন পীড়ন নীতি নিয়ে সাসপেন্ড করলে আমি বিরোধী দল নেতা হিসাবে পুর্নদায়িত্ব নেবো।তার আইনি লড়াইয়ের জন্য ব্যয় ভার পযন্ত আমি করবো।যারা নিজের অধিকারের জন্য ধর্মঘট করতে চান তারা করতে পারেন।সিঙ্গুরের সমবায় সমিতির নির্বাচন প্রসঙ্গে বলেন,তৃনমুল মানেই চোর,তাই তাদের জমানো সম্পদ তুলে নিচ্ছে।সবমিলিয়ে এদিন প্রথম থেকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করে তৃনমুল ও রাজ্য সরকারকে।

Hooghly

Mar 09 2023, 15:30

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 09.03.2023.


AITC leader Dilip Yadav observes activities related to Didir Suraksha Kawach campaign in Uttarpara-Kotrung Municipality, Uttarpara Assembly Constituency, Hooghly.

Hooghly

Mar 09 2023, 15:15

*Didir Suraksha Kawach,Anchale Ek Din campaign* on 09.03.2023.


AITC leader Aditya Neogi offers prayers at a temple in Bansberia Municipality of Saptagram Assembly Constituency,Hooghly.

Hooghly

Mar 09 2023, 14:35

বৈদ্যবাটিতে ক্ষোভের মুখে দিদির দূত!


হুগলী : বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতোর নেতৃত্বে দিদির দূতেরা বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন দিদির সুরক্ষা কবচের। ১৭ নম্বর ওয়ার্ডে মাটিপাড়া গাজন সমিতির মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি শুরু হয়। সেখানেই বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয় বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধানকে। প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে স্বজনপোষণ ও অবৈধভাবে পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ নিয়ে ক্ষোভ দেখান বাসিন্দারা। সাধারণ মানুষের অভিযোগ বৈদ্যবাটির ১৭ নম্বর ওয়ার্ডে বেআইনিভাবে পুকুর ভরাট করে পুকুরের উপর নির্মাণ কার্য চলছে ।

স্থানীয় বাসিন্দা সৃজিত দে জানান,কয়েক বছর আগে এই ৭০ শতক পুকুরের কিছু অংশ ভরাট করে অবৈধ নির্মাণ হচ্ছিল,এলাকাবাসী বিভিন্ন প্রশাসনিক স্তরে আবেদন করলে তা বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। পুনরায় ওই পুকুরের বেশ কিছু অংশ ভরাট করে অবৈধভাবে নির্মাণ কাজ শুরু হয় । এই বিষয়ে পুরসভা কোন ব্যবস্থা নেয়নি।তাদের দাবি অবৈধ নির্মাণ বন্ধ করে পুকুর পূর্বের অবস্থায় ফেরত দেওয়া হোক।

ওই ওয়ার্ডে কাউন্সিলর দেবরাজ দত্ত জানান,এটা দীর্ঘদিনের সমস্যা। আগে পৌরসভার তরফ থেকে কাজ বন্ধ করা হয়েছিল ।পুনরায় নির্মাণ শুরু হতেই স্থানীয়রা অভিযোগ দিয়েছেন ।পুরসভা যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।

এরপর চক বারোয়ারি, মন্দিরে পুরপ্রধান ও শাসক দলের কর্মকর্তারা পুজো দিতে যান। সেখানেও মন্দিরের ভেতরের চোখে পড়ে দলীয় পতাকা। এই নিয়ে ক্ষোভ এলাকাবাসীর একাংশের। পুরপ্রধান পিন্টু মাহাত জানান,বৈদ্যবাটি পুরসভা আবাস যোজনা ক্ষেত্রে কোন ঠিকাদার নিযুক্ত করেনি, উপভোক্তরা নিজেরা তাদের নিযুক্ত করেছে এর দায় তাদের নিজেদের। অন্যদিকে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ প্রসঙ্গে বলেন এ বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ পেয়েছি, এক্ষেত্রে যদি কোন বেনিয়ম দেখি সেখানে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। পুরসভা যেখানে কোনরকম নির্মাণ করার অনুমোদন দেয়নি সেখানে নির্মান বেআইনি হিসাবেই হিসাবে ধরা হবে।

Hooghly

Mar 07 2023, 16:35

*দোল উৎসবে মাতল হুগলির পূণ্য ভূমি গোঘাট থানার কামার পুকুর*


হুগলি: দোল উৎসবে মাতল পূণ্য ভূমি গোঘাট থানার কামার পুকুর। রামকৃষ্ণ মঠে দোল উপলক্ষে সকাল থেকে শুরু হয় বিশেষ পুজো পাঠ,আরতী ও নাম সংকীর্তন। দোলের সকালে কামার পুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা ধুতি পাঞ্জাবী পরে মুখে আবির মেখে নাম সংকীর্তনে মাতে।দেশের নানা প্রান্ত থেকে ভক্তরাও আসেন কামারপুকুর মঠে।রঙ আবিরে এদিন কামার পুকুর মঠ চত্বর রঙিন হয়ে ওঠে।

কামারপুকুর মঠের মহারাজ লোকোত্তরানন্দজি বলেন,গোটা দেশে দোল উৎসব পালিত হয়।কামারপুকুরে যে হেতু রামকৃষ্ণের জন্মস্থান তাই এখানে জাঁক একটু বেশি।বহু ভক্তের সমাগম হয়।স্থানীয়রাও যোগ দেন দোলে।রামকৃষ্ণ বলেছিলেন,যে রাম সেই কৃষ্ণ রামকৃষ্ণের মধ্যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল।কামারপুকুরে তাই দোল উৎসব একটু ভালো করেই হয়। হরিনাম সংকীর্তন হয় সাধু ব্রহ্মচারীরা নৃত্য করেন।